ফরিদপুর সদর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের মল্লিকপুর রাস্তার পাশে থেকে জিয়াসমিন (৩২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ।
আজ সকালে শনিবার এই লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়াসমিন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারান্যপুর গ্রামের মো: রফিক ইসলামের মেয়ে এবং সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী জিয়াসমিন।
নিহতের বাবা মো: রফিক ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে জিয়াসমিন আমার বাড়ী থেকে আলিপুর তাদের ভাড়ার বাসায় যায়। সেখানে বাড়ীর মালিককে বাসা ভাড়া দিয়ে তার স্বামি আনোয়ার হোসেনের পাঠানো সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আম নিয়ে আমার বাড়ীতে আসার পথে কেউ তাকে হত্যা করে পালিয়েছে।
ওই এলাকার মহিলা মেম্বার নাসিমা আক্তার জানান, সকালে আমি সংবাদ পেয়ে কোতয়ালী থানায় বিষয়টি জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান জানান, নিহত জিয়াসমিন গতকাল তার বাবার বাড়ী থেকে আলিপুর তার স্বামীর ভাড়ার বাসায় যায়। সেখান থেকে তার স্বামীর পাঠানো কুরিয়ার সার্ভিস থেকে আম নিয়ে তার বাবার বাড়ী ফেরার পথে এঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সাথে সাথে কোতয়ালী থানার পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি ক্রাইম সেল লাশ উদ্ধার করে তাদের প্রসেস শেষ করেছে। এখন আমাদের আইনগত ব্যবস্থা শুরু হবে , আমরা খুব শিগ্রই এই হত্যাকান্ডের রহস্য ও হত্যাকারীদের আটক করতে পারবো বলে আশা করছি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply