পৃথিবীর জন্য বৃক্ষ তাৎপর্যময় এ প্রতিপাদ্য জেগে উঠুক সবুজে।সবুজের অরণ্যই নিরাপদ ধরিত্রী’র বিকল্পহীন ধাত্রী।
আজ রবিবার(১২ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
রোপন কৃত চারা বৃক্ষের মধ্যে ছিল ফলজ,বনজ,ঔষধি।
বৃক্ষ রোপনকালে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন পরবর্তী প্রজন্মের জন্য একটি নির্মল প্রাকৃতিক পরিবেশ রেখে যাওয়ার জন্য বৃক্ষ রোপণের বিকল্প নেই।
গাছ হচ্ছে পৃথিবীর পরিবেশের ছাঁকনি। ছাঁকনি যেমন পানি থেকে ময়লা শোষণ করে পানিকে পরিশুদ্ধ করে তেমনি গাছও পরিবেশ থেকে বিষাক্ত গ্যাস শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ করে।গাছ যার যার,পরিচর্যা সবার।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকলকে বাড়ির আঙিনা,খালি জায়গায় অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় নগর,থানা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply