পারভেজ মোশারফ :
চাঁদপুর শহরে বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম হোম ডেলিভারি সার্ভিস। শুধু তাই নয় জনপ্রিয়তার পাশাপাশি খুব প্রয়োজন ও চাহিদার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে হোম ডেলিভারি সার্ভিস। করোনা কালে সচেতন মহল এই সেবাকে নিজেদের দৈনন্দিন চাহিদার সাথে যুক্ত করে নিচ্ছে। শুধু শহরেই নয় দিন দিন উপজেলা ভিত্তিক ছড়িয়ে পড়ছে এই সেবা সমূহ। বিশেষ করে চাঁদপুরের মুখরোচক খাবার, হোম মেড ফুড, এবং অনলাইন শপিং এর বাজার হোম ডেলিভারি সার্ভিস মাতিয়ে বেড়াচ্ছে। তাছাড়া মতলবের ক্ষীর ফরিদগঞ্জের অাউয়ালের মিষ্টি এবং রস মালাই নিয়ে পরিচিত হোম ডেলিভারি সার্ভিস সেবা প্রদানকারিদের ব্যস্ত দেখা যায়। সচেতন মহল বলছে কম সময়ে এবং কম খরচে নিজের প্রয়োজনীয় সেবা পেয়ে তারা খুবই খুশি। চাঁদপুরে হোম ডেলিভারি সেবা নিয়ে কাজ করা “চাঁদের নদী- Moon’s River” গ্রুপের CEO জনাব জনি এর সাথে কথা বলে জানা যায় ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা অনেক সাড়া পাচ্ছেন, পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে তারা সেবা দেয়াতে তাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চাঁদপুরের সচেতন মহলের দাবি এ সেবাকে যদি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে অারো বড় পরিসরে পরিচালনা করা যায় তাহলে অনেক স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থানে বড় একটি ভূমিকা পালন করবে এই হোম ডেলিভারি সার্ভিস সমূহ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply