নানা মতের নানা মানুষ
কত রকম ছবক
কলি যুগে সবাই নেতা
সবাই সমাজ সেবক।
সেবা করা মহৎ কার্য
রাখা উচিৎ গোপন
হয় কি তাই, এই যুগেতে
ফেসবুক আছে যখন?
হ্যান করেগা ত্যান করে গা
আমি হনু মিয়া
প্রচার প্রসার বাড়াতে চাই
ফেসবুকেতে গিয়া।
মানব সেবা বিরাট ব্যাপার
ফেসবুকেতে নয়
ভালবেসে ভালবাসা
বুঝে নিতে হয়।
( কাউকে আঘাত বা কষ্ট দেয়া নয়। বাস্তবতার প্রেক্ষিতে ছড়াটি লেখা। দয়া করে ভিন্ন দিকে নিবেন না)
লেখক
রিয়াজ মুস্তাফিজ
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply