চামচা তুমি, নেতার পিছু ছুটতে গিয়ে,
চাল গম সব লুটতে গিয়ে,
মিথ্যাটাকে কায়দা করে সত্য বানাও।
আর ওদিকে ক্ষুধার জ্বালায় অভাগাদের
সংসারেতে ”উপোস” নামের চাদর টানাও।
তোমার কাছে নেতার পা টায় লাগে ভালো
পা টা তাহার সাদা, কালো
মুন্সী, মোল্লা হোক সে মালো!
তেলেতে কাজ না হলে
সময় বুঝে ঘি ঢালো।
চামচা তুমি নেতার ঘুড়ির নাটাই হবে
স্বার্থফুরালেই ছাটাই হবে
বুঝেছো কি তুমি কিলিয়ার?
নেতা কিন্তু পাক্কা পিলিয়ার!
( বাস্তবতা তুলে ধরেছি মাত্র, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply