গতকাল ১৭/০৭/২০২০ খ্রি. ০১.১৫ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব মোঃ ফারুক আহমেদ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় মাহিগঞ্জ থানাধীন দেওয়ানটুলী এলাকায় বিশেষ অভিযানে যান। এ সময় তিনি দেওয়ানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি জলাবদ্ধ দেখতে পান। তিনি দেখতে পান বিদ্যালয়টির পুরো মাঠ পানির নিচে ডুবে আছে। মাঠের কোথাও এক হাঁটু থেকে আধা হাঁটু পর্যন্ত পানি জমে আছে। পুরো মাঠ কর্দমাক্ত ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাঠে বিদ্যালয় ছাত্র ছাত্রীদের খেলাধুলা, মাঠ দিয়ে চলাফেরা ও স্কুলের প্রবেশ এবং বাহির অসম্ভব হয়ে ওঠে । ফলশ্রুতিতে বিদ্যালয়টিতে শিক্ষাদান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। বিদ্যালয়টির পাশ দিয়ে চলে যাওয়া রাস্তায় নির্মিত একটি কালভার্টের একপাশে দোকান নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করায় বিদ্যালয়ের মাঠে ও পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ সমস্যার সমাধানকল্পে সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব মোঃ ফারুক আহমেদ উদ্যোগ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলোচনা করেন। আলোচনায় ঐদিনই সন্ধ্যায় সকলে ঘটনাস্থলে বসে সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে ১৭/০৭/২০২০ খ্রি. ০৭.৩০ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব মোঃ ফারুক আহমেদ, অফিসার ইনচার্জ, মাহিগঞ্জ থানা জনাব মোঃ আখতারুজ্জামান প্রধান, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মোক্তার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) জনাব শাহ আলম সরদার কমিউনিটি পুলিশিং মাহিগঞ্জ থানার আহ্বায়ক জনাব মোঃ এস এম রেজাউল করিম, সদস্য সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও কমিউনিটি পুলিশিং ২৯ নং ওয়ার্ড এর সদস্য জনাব ইফেখারল ইসলাম শুভ ও সুজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ দেওয়ানটুলী এলাকায় উপস্থিত হন।
সকলে আলোচনা করে কালভার্টের নিস্কাশন মুখ বন্ধ করে নির্মাণকারী দোকানের মালিক সমস্যাটির ব্যাপকতা বুঝানো হয়। এর ফলে দোকানের মালিক স্বেচ্ছায় দোকানের বারান্দা সরিয়ে পানি নিঃস্কাশনের ড্রেন তৈরী করে দিতে সম্মত হন। পরবর্তীতে পুলিশ ও কাউন্সিলরের আহ্বানে তৎক্ষণাৎ স্থানীয় উদ্যমী যুবক, তরুণ ও দোকানের মালিক নিজে বারান্দা অপসারণ করে সেখানে ড্রেন খনন করেন। প্রায় ৩ ঘন্টা ধরের খননের পর কালভার্ট থেকে খননকৃত ড্রেনের মধ্য দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু করে। এ সময় উপস্থিত জনতার মধ্যে স্বস্তির আনন্দ ঘন পরিবেশ ও উল্লাস সৃষ্টি হয়। কলকলিয়ে বইতে শুরু করে পানি। যেন স্রোতের সাথে ভেসে যায় এলাকার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও সমস্যা। ঘটনাটি সারা থানা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সর্বস্তরের জনগণ এজন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছে।এভাবে পুলিশের উদ্যোগে নিরসন হলো দেওয়ানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা।
রংপুর মেট্রোপলিটন এলাকার সর্বস্তরের জনসাধারণকে রাস্তা, পানির প্রবাহ ও কালভার্টের পানি নিষ্কাশনের মুখে যেকোন অবস্থাতেই সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। নতুবা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply