বেকার
মোসতাইন করিম
চারিদিকে অভাব আজ
বাড়ছে বেকারত্ব।
মানুষ আজ হিংস্র হয়েছে
হারিয়েছে মনুষ্যত্ব।
বেকারত্বের অভিশাপে
রাস্তায় তাই নেমেছি আজ
পেটে ক্ষুধা , পকেট ফাঁকা,
হাতে নেইকো কোন কাজ
চারিদিকে সবাই করছে অপমান।
ব্যর্থ মানুষের নেই কোন দাম!
এভাবে যায় যে কেটে
একজন বেকারের জীবনকাল!
কবে যে তারা চাকরি পাবে
বুনে তারা স্বপ্নজাল।
চাকরি যেন সোনার হরিণ!
প্রত্যাশা তাদের থাকে রোজ
নিত্যদিনের রুটিন যেন
এবার চাকরির মিলবে খোঁজ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply