সুখের আদরে মাখামাখি হই
তন্দ্রাচ্ছন্ন এক অলিক কল্পনায়
আকাশে ভাসা তুলা মেঘের মত।
গা এলিয়ে আড়ষ্ঠ কাটাই
চেতনারা ছোট হয়ে আসে
আমি বৃত্তবন্দী হই।
ততক্ষনে বিচ্ছিন্ন ভাবনাগুচ্ছ
পেঁচানো লতাগুল্মের মত
ঘিরে ধরে আমার চারিধার।
জাগ্রত খরগোষের ন্যায়
যখন ঘোরের গোলা ধারা হারায়
জীবনের স্বচ্ছ আয়নায় আমি তখন চরম অসুখী।
উৎসর্গঃ
শ্রদ্ধেয় কবি নাজমুল হক নজীর।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply