পারভেজ মোশারফ :
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টায় ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মো. জিসান ও রাসেল মিয়া। তাদের বাড়ি উপজেলার গোবিন্দুপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকায়। দুর্ঘটনার পরপরই পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে আটক করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১)। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিকের দ্রুতগামী মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী মো. জিসান (২১) এবং অপর আরোহী মো. রাসেল (২২) নিহত হন।
ওসি আরো জানান, ঘটনার পর পরই সংবাদ পেয়ে উপ-পরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply