নিজস্ব প্রতিবেদক:আজ সোমবার(২৭ জুলাই) সকাল ৮:০০ ঘটিকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
এসময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের আজকের এই দিনে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে প্রমান রেখেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী’র কর্মসূচীতে করনীয়
এক প্রশ্নের জবাবে তারিক সাঈদ গণমাধ্যম কর্মীদের জানান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম এর নির্দেশে,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আমরা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে করোনা মহামারী’র এই বিপর্যয়ে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,হ্যান্ডগ্লাভস সহ জরুরি ঔষধ বিতরণ করি।পরবর্তীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী,রমজানে অসহায় দুঃস্হ রোজাদারদের ইফতার বিতরণ,ঈদ সামগ্রী বিতরন,অসহায় কৃষকের ধান কেটে দেয়া,বৃক্ষরোপন কর্মসূচি সহ নগর দক্ষিণের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছি সর্বক্ষন।অতীতেও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ দূর্যোগ দুর্বিপাকে সাধারণ মানুষের পাশে ছিল,আছে,থাকবে ইনশআল্লাহ।বন্যা পরিস্থিতিতেও আমরা বন্যাদুর্গত মানুষের পাশে থাকব,ইতিমধ্যেই আমরা প্রস্তুতি গ্রহন করেছি।
এসময় নগর,থানা,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply