পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল শ্রেনী-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর পরিচালক,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অব চাদঁপুর এর প্রতিনিধি, জাতীয় কালের চাকা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ও হাজীগঞ্জ মডেল সরকারী কলেজ এর শিক্ষার্থী সেচ্ছাসেবক পারভেজ মোশারফ।
মুসলিম ধর্মীয় ধারায় এক ত্যাগ তীতিক্ষার সফলতার আবহমান সেই কুরবানী ঈদ ঈদ-উল আযহা যা আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই পালন করা হয়ে থাকে।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বর্তমান সারা বিশ্ব করোনাভাইরাস নামে এক মহামারীতে আক্রান্ত এর ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশও, গত চারটি মাসে ভয়ঙ্কর আকারে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে মৃত্যুর মিছিল, এই দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদ-উল আযহা, তবে এবারের ঈদ অন্যান্য ঈদ-উল আযহার চেয়ে ব্যাতিক্রম। বিশ্বব্যাপি চলমান করোনা ভাইরাসের কারনে ও দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও অতিরিক্ত নদীভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে ঈদ এর আমেজ অনেকটাই বিলীন হয়ে গেছে।
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নিই।
ঈদ শুভেচ্ছা বার্তায় এই মানবিক সেচ্ছাসেবক আরো বলেন,বর্তামানে দেশের করোনা পরিস্থিতিতে মানুষ দীর্ঘদিনের লকডাউনে কর্মহীন ছিল।ক্ষতিগ্রস্থ হয়েছে অর্থনৈতিক ভাবে।কষ্টে রয়েছে নিম্ম ও মধ্যবিত্ত হাজারো পরিবার।এরই মধ্যে বাংলাদেশে প্রায় ৩১ জেলায় দেখা দিয়েছে ভয়বহ বন্যা। অনেকের মতে এই বন্যা কিছুদিন স্থায়ী হতে পারে।যা ১৯৯৮ সালের মতো হতে পারে।অন্যদিকে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলাতে এই বন্যার সাথে অতিরিক্ত নদী ভাঙ্গনে শিক্ষাপ্রতিষ্টান,ব্যবসা প্রতিষ্ঠান ও হাজারো মানুষের বসতভিটা নদীদে বিলীন হয়ে গেছে।বসতভিটা হারিয়ে তারা এখন নি:স্ব।আমি সবাইকে অনুরোধ করব এই পবিত্র ঈদুল আজহার মাধ্যমে আপনারা সবাই মানবিকতার থেকে তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসুন।
ঈদের দিনে আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল, আনন্দ ও প্রশান্তি। সামাজিক দুরত্ব বজায় রেখে চলি, জরুরী প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি এবং স্বাস্থ্য বিধি মেনে চলি। Covid-19 দূর্যোগকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আসুন জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply