মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় অজ্ঞাত (৪০) এক নারীর লাশ পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনও সিএনজি চালিত অটোরিকশা ওই নারীকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
Leave a Reply