সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি করে পুড়িয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে ও ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি এনজিও সংস্থা স্বদেশ এ মানবন্ধনের আয়োজন করে।
সামাজিক শান্তি সুরক্ষা ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমতাজ আহম্মেদ বাপ্পী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ভূমিহীন নেতা আলী নুর খান বাবুল, জাসদ নেতা বাবলুর রহমান, মহিলা নেত্রী ফরিদা আক্তার বিউটিসহ আরও অনেকে।
বেসরকারি এনজিও সংস্থা স্বদেশ সাতক্ষীরার পরিচালক মাধব দত্তের পরিচালনা মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত জাহান রাফিসহ নিত্যদিনের ঘটে যাওয়া খুন ধর্ষণের বিচার আমরা দেখতে পাই না। রাফির উপর যে বর্বর ঘটনা ঘটেছে আমরা তার দ্রুত বিচার চাই। আর যেন কারো এমন করুণ পরিণতির মুখোমুখি হতে না হয়। এ সময় বক্তারা ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তির দাবি জানান বক্তারা।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply