গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে এবং তার স্ত্রী গোপা দে-এর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিকে শামীমসহ সংশ্লিষ্ট অনুসন্ধান থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
বুধবার (৫ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজসে দুর্নীতির মাধ্যমে অবৈধপন্থায় ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছে। এই সংক্রান্ত অপরাধে গণর্পূত অধিদফতরের অতরিক্তি প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে এর বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এই মামলা দুইটি জিকে শামীমসহ সংশ্লিষ্ট অনুসন্ধান থেকে উদ্ভুত।
Leave a Reply