বাগেরহাটে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩৮ জনে। তাদের মধ্যে আইনজীবী, চিকিৎসকসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন– সদরে ১৭১ জন, ফকিরহাটে ১৫২ জন, শরণখোলায় ৬০ জন, মোংলায় ৬০ জন, চিতলমারীতে ৫৪ জন, কচুয়ায় ৪৮ জন, রামপালে ৪৮ জন, মোল্লাহাটে ৪১ জন ও মোরেলগঞ্জে ১৩ জন। মৃত্যু হয়েছে– ফকিরহাটে নয় জন, সদরে দুজন, মোংলায় দুজন, শরণখোলায় একজন, কচুয়ায় একজন ও মোরেলগঞ্জে একজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১০ জন।
তিনি জানান, নতুন আক্রান্ত দুজন মোল্লাহাট উপজেলার। তাদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
Leave a Reply