পাবনায় কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। বাড়ছে পদ্মা নদীর পানি। সেখানে দেখা দিয়েছে নদী ভাঙন। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, গত দুই দিন যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও বুধবার (৫ আগস্ট) সকালে নগরবাড়ির মথুরা পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো সংশ্লিষ্টরা বলছেন, নদীতে পানি বৃদ্ধির কারনে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে।
এদিকে জেলার বন্যা কবলিত উপজেলায় বেশ কয়েকটি স্কুলের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কাঁচা-পাকা রাস্তা ভেঙে ও নষ্ট হয়ে গেছে।
প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের উদ্যোগে বন্যা দুর্গতদের কোরবানির মাংসসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বন্যার পানিতে নদী ভাঙন কবলিতদের খোজ-খবর নেওয়া, সহায়তা প্রদান এবং স্বশরীরে গিয়ে দেখা সাক্ষাৎ করছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা।
Leave a Reply