প্রতিনিধি কাশিয়ানী:-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও রথীন্দ্রনাথ রায়কে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও স্বাগত জানানো হয়।
কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, এলজিইডি প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, কাশিয়ানী নিউজ ২৪ এর সম্পাদক পরশ উজিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply