চাদঁপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মাঝের চর,বাশঁগাড়ি চর ও শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরাঞ্চালের বন্যা ক্ষতিগ্রস্থ ও নদীভাঙ্গনে ভিটেমাটি হারা অসহায় কিছু পরিবার সহ মোট ১০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন চাদঁপুর জেলার ফরিদগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।
আজ ০৫.০৮.২০২০ইং রোজ বুধবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যরা ট্রলার যোগে চরের এই অসহায় মানুষগুলোর হাতে উপহার সামগ্রী পৌছে দেয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল:
.চাউল ৩ কেজি,মুশরির ডাল ১ কেজি,আলু ১ কেজি,পেয়াঁজ ১ কেজি,মুড়ি ৫০০ গ্রাম,চিড়া ৫০০ গ্রাম,খাবার স্যালাইন ৫ পিজ,প্যারাসিটামল ও ১ টি সাবান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ জানান,গত ১ বছর ধরে আমরা চাদঁপুর এর ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে মানুষের জন্য কাছ করে যাচ্ছি।কিন্ত দেশে মহামারী করোনার সংকট না কেটে উঠতেই দেশের প্রায় ৩১ জেলায় বন্যা পরিস্থিতি ও নদীভাঙ্গন ভয়াবহ পরিস্থিতি ধারন করে।এরই প্রেক্ষাপটে আমরা চিন্তা করলাম আমরা বন্যার্তদের পাশে দাড়াবো।তাই আমরা কিছু বাজার থেকে কালেকশন করে ও সংগঠনের অর্থায়নে আমরা ১০০ পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে সুদুর ফরিদগঞ্জ এর প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসি তাদের পাশে। তিনি আরো জানান,এখানে এসে বুঝতে পারলাম মানুষ কতটা মানবেতর জীবন-যাপন করেন।মানুষ কতটা অসহায় হতে পারে এখানে এসে আমি বুঝতে পেরেছি।তবে আমরা আজকে সঠিক মানুষগুলোর হাতেই খাদ্য সামগ্রীগুলো তুলে দিতে পেরেছি। তাই তিনি দেশের সকল অর্থশালীদের ও জনপ্রতিনিধিদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম জানান,এই বছরে করোনা ভাইরাস থেকে শুর করে বন্যা সহ বিভিন্ন কাজে আমরা মানুষের পাশে দাড়াতে পেরে নিজেদের ধন্য মনে করি।আমরা মানুষের যে কোন সমস্যায় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।সকলের কাছে তিনি সংগঠনের জন্য দোয়া চেয়েছেন, যেন মানবতার কল্যানে সংগঠনটি কাজ করতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য জুবায়ের শেখ,মোজাম্মেল হোসেন,বাছির মৌল্লিক,নাহিদ হাচান,কামরুল মোল্লা,হাচান মাছুম,নাঈমুল নাঈম,আবির,তাজুল ইসলাম।
পরিচালক জানান,আজকের এই কার্যক্রমটি সফল করার পিছনে চাদঁপুর জেলার সেচ্ছাসেবক খাইরুল ইসলাম জনি, রাকিব পাটোয়ারী ও চরাঞ্চলের স্থানীয় সেচ্ছাসেবক হালিমা অক্লান্ত পরিশ্রম করেন।তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply