গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
শিশুবান্ধব বাজেট প্রনয়ন ও শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শুয়াগ্রাম ইউপি ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির মধ্যে তিন বছর মেয়াদী একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ সভা কক্ষে শুয়াগ্রাম ইউপি ও কোটালীপাড়া এপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্রনাথ বাড়ৈ ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজী স্বাক্ষর করেন। শুয়াগ্রাম শিশু ফোরামের সভাপতি মিথিলা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের এপিসি ম্যানেজার স্বপন মন্ডল, কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, মনোরঞ্জন বাড়ৈ, শুয়াগ্রাম শিশু ফেরামের সদস্য রত্না বিশ্বাস, লাল মোহন সমদ্দার বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply