কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কায়ূম তালুকদার জানান, মঙ্গলবার এই ইউএনও’র কোভিড-১৯ শনাক্ত হয়।
এর আগে গত ৫ অগাস্ট রথীন্দ্র নাথ কাশিয়ানীতে যোগদান করেন। কাজ শুরুর পাঁচদিনের মাথায় তিনি আক্রান্ত হলেন।
কায়ূম তালুকদার বলেন, “রথীন্দ্র নাথ নির্বাহী কমৃকর্তা হিসেবে কাজে যোগদানের পরই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় গিয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক কাজও করছিলেন। এরপর থেকে তিনি অসুস্থ বোধ করলে ৯ অগাস্ট তিনি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।”
রথীন্দ্র নাথ কাশিয়ানীতে তার বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এ চিকিৎসক ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply