শহরের পুরানবাজার হরিসভার প্রায় ২৫ মিটার এলাকায় বুধবার রাত ১০টার দিকে ভাঙন দেখা দেয়ং বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।
এতে মেঘনার ভাঙনের ঝুঁকিতে রয়েছে পুরো পুরানবাজার এলাকা। এ কারণে স্থানীয়রা মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার রাতে অন্তত ২৫ মিটার জুড়ে ভাঙন দেখা দেয়চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা দিয়েছে। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি বস্তা ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
“মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ঝুঁকিতে রয়েছে।”
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার রাতে ভাঙন দেখা দেয়স্থানীয় বাসিন্দা বিমল বলেন, শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও একবার ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply