স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার সময় আলফাডাঙ্গা সদর বাজারের চুয়াল্লিশের মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে আলফাডাঙ্গা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলির ওপর আলোকপাত করেন আলোচকেরা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আশিকুর রহমান (আশিক) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (জুয়েল) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মিয়া রাকিবুল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মোল্যা, মাহিম শাহরিয়ার, খালিদ হাসান, আলামিন, মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মামুন শেখ, সাদি হাসান, সাব্বির হুসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য রইচ তালুকদার, রেশাদ শেখ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শাহারিয়া নাজিম শাওন।
আলোচনা সভা শেষে, দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply