“গাছ লাগান,পরিবেশ বাঁচান”- একসময় কথাটি নীতি বাক্যের মত শুনালেও, গত কয়েক বছরের প্রাকৃতিক বিপর্যয় গাছ লাগানোর আবশ্যিকতাকে এখন সময়ের দাবি হিসেবে বার বার প্রমান করে যাচ্ছে।সে দাবিটি উপলব্ধি করে চাদঁপুর জেলার ফরিদগঞ্জ এর একটি তারুন্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন ” পূর্বাশা ফাউন্ডেশন ” ১৫ আগস্ট ২০২০ ইং রোজ শনিবার একটি বৃক্ষ রোপণ অভিজান পরিচালনা করে। এ অভিজানে অন্যান্য সদস্যদের পাশাপাশি পূর্বাশা ফাউন্ডেশন এর কর্ণধারগনের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম হিমু (যুগ্ম সাধারণ সম্পাদক),কাউসার হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক),শেখ ফরিদ (কর্মসূচি বিষয়ক সম্পাদক),পারভেজ মোশাররফ (নির্বাহী সদস্য),পারভেজ গাজি (নির্বাহী সদস্য),ইমরান খান এহিল (সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক),মারুফ আহমেদ।
এসময় তারা ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,
সাইসাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লাউতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাউতলী ড.রশীদ আহমেদ স্কুল এন্ড কলেজ,
পূর্ব লাউতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামি’আ দারুল ফুরকান লাউতলী মাদরাসা,
আদশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদশা আল-হাসানাহ একাডেমী, খাজুরিয়া মডেল একাডেমী, হোগুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোগুলি হালিমা হক নূরানী হাফিজুল কুরআন মাদরাসা,গুপ্টি সরকারী প্রাথমিক বিদ্যালয়
হামছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১৫ টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন।
প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বরত শিক্ষকগন এবং স্থানীয় এলাকা বাসি কাজে সহযোগিতা করেন।উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এমন মহত্তর কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কাজটি প্রশংসিত হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply