পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্ম এর নাম বিডি ক্লিন।ইহা একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক:- Farid Uddin (ফরিদ উদ্দিন)।শ্লোগানঃ- “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”।প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যা: ০৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (০৩জুন ২০২০ পর্যন্ত) ২০,০০০+ স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।
সংগঠনটির মূল লক্ষ্য, যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
এরই ধারাবাহিকতা বিডিক্লিন এর স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশ এর বাস্তবায়নে চাঁদপুরে শুরু হয়ে গেছে বিডি ক্লিন – চাঁদপুরের উপজেলা ভিত্তিক কার্যক্রম। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এবার গঠন করা হচ্ছে চাঁদপুর জেলার সকল উপজেলা টিম।
বিডি ক্লিন চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি জানান,বিডি ক্লিন একটি সেচ্ছাসেবী সংগঠন।যার মূল লক্ষ্যই হলো পরিচ্ছন্ন বাংলাদেশ তৈরী করা।আমরা পরিছন্নতা নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে করে পরবর্তী প্রজন্মকে আমরা একটা পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ উপহার দিতে পারি।এই জেলা সমন্বয়ক আরো জানান,বিডি ক্লিন এর নিয়মনীতি গ্রহন সাপেক্ষে দেশের জন্য সর্বোচ্চ সেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশ নাগরিক বিডি ক্লিন এর সদস্য হওয়ার যোগ্যতা রাখে।
তাই যারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে বিডি ক্লিন প্লাটফর্মে কাজ করতে ইচ্ছুক এবং উপজেলা টিম গঠন করতে আগ্রহী তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন বিডি ক্লিন চাঁদপুর জেলা শাখার ফেসবুক পেইজের ইনবক্সে অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন।
রফিকুল ইসলাম রাফি
জেলা সমন্বয়ক,
বিডি ক্লিন চাঁদপুর।
মোবাইল- 01831008958
রনি পাটওয়ারী বাপ্পি
উপ-সমন্বয়ক, (আইটি এন্ড মিডিয়া)
বিডি ক্লিন চাঁদপুর।
মোবাইল -01859913618
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply