গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দেড় লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার রাহুথড় বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জালগুলো রাহুথড় বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ ও রামদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply