পরশ উজির:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্যবিয়ের দায়ে বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম।
আদালত বাল্য বিবাহ করায় বর পাশের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা গ্রামের মো. রুবেল মিয়াকে (২৪) ৩ হাজার টাকা জরিমানা করেন।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, ওই কনে একজন কিশোরী। তার বয়স ১৬ বছর ৪ মাস। কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গোপনে এ বাল্যবিবাহ আগেই সম্পাদন হয়। শুক্রবার বর কনের বাড়িতে কনেকে তুলে আনতে আসেন। গোপনে এ খবর পেয়ে আদালত ওই বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়িতে বরকে আটক করে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ ধারায় এ জরিমানা করা হয়।
কাজীকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply