ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান এর সভাপতিত্বে দিন ব্যাপি ফরিদপুর তথ্য অফিসের এর আয়োজনে “ওরিয়েন্টেশন কর্মশালা” চলছে।
তথ্য মন্ত্রণালয় গণযোগাযোগ অধিদপ্তর জেলা তথ্য অফিস ফরিদপুর এর সার্বিক আয়োজনে উপস্থিত রয়েছেন মোঃ মেহেদী হাসান সিনিয়র তথ্য অফিসার ফরিদপুর।
ওরিয়েন্টেশন কর্মশালার আলোচ্য বিষয়
” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( পঞ্চম পর্যায় ) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিন ব্যাপী আলোচনা।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নাজমূল হাসান,আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একে এম আহাদুল হাসান, টগরবন্ধ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, বানা ইউনিয়ন চেয়ারম্যান রাজ ইসলাম খোকন (ভারপ্রাপ্ত ), গোপালপুর ইউপি চেয়ারম্যান নুরী বেগম (ভারপ্রাপ্ত ),পাচুড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান, বুড়াইচ ইউপি প্যানেল চেয়ারম্যান তারিকুল ইসলাম। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আজাদুল ইসলাম
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, আলফাডাঙ্গা উপজেলা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মো দেলোয়ার হোসেন সহ উপজেলার ছয়টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply