প্রতিনিধি কাশিয়ানী:- খুলনা মোহামেডান সোনালী অতীত ক্লাবের সাথে গোপালগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ ফুটবল ম্যাচটির উদ্ধোধন করেন রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাস।
খেলার শুরুতে দুই দল আক্রমনাত্মক খেলা শুরু করে।
প্রথমার্ধ্বে ১ গোল করে এগিয়ে থাকে খুলনা মোহামেডান সোনালী অতীত ক্লাব। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে দুই দল। গোপালগঞ্জ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা কোন গোলের দেখা না পাওয়ায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় খুলনা মোহামেডান সোনালী অতীত ক্লাব।
খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন নিরঞ্জন বিশ্বাস।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply