আজ শুক্রবার(২৫ সেপ্টেম্বর) শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকীতে বোয়ালমারীর গুনবহায় কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৩ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কবি নজীর একাডেমি আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম.এম.লিয়াকত হোসেন(লিটন) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আজমুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কবি নজীর একাডেমি কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন,সাধারণ সম্পাদক আলমগীর কবির,
বোয়ালমারী প্রেসক্লাব সভাপতি কাজী ফিরোজ,কাশিয়ানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্না,মোহাম্মদপুর প্রেসক্লাব সভাপতি শামীমুল হক, চলচ্চিত্রকার আনোয়ার হোসেন ঝন্টু,কবি অমরেন্দ্রনাথ কর,লেখক ও সাংবাদিক আমীর চারু বাবলু,উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তপন,যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,কবিপুত্র সাইফুল্লাহ নজীর মামুন ও শহীদুল্লাহ্ নজীর মাসুদ, কাস্টমস কর্মকর্তা কবি আলিমুজ্জামান,কবি ও লেখক যুবায়ের হাসান, ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত কবি ও সাংবাদিক নাজমুল হক নজীর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদি গ্রামে ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০১৫ সালের ২৩ নভেম্বর পরলোক গমন করেন।নাজমুল হক নজীরের লেখা ৯ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ, একটি ইতিহাসগ্রন্থ এবং মৃত্যু পর আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি পাক্ষিক ‘নজীর বাংলা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply