ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তারিক সাঈদ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
আজ রবিবার(২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ।দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন করোনা মহামারি বিপর্যয়ের প্রথম থেকেই সক্রিয়ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন তারিক সাঈদ।মানবতার সেবা করতে গিয়ে তিনি নিজে আজ করোনায় আক্রান্ত।করজোড়ে মিনতি করি মহান আল্লাহর দরবারে তিনি যেন দ্রুত সুস্থতা দান করেন। উল্লেখ্য করোনা শুরু থেকে তারিক সাঈদ মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ড গ্লাভস,জরুরি ঔষধ,খাদ্য সামগ্রী,রমজানে রোজাদারদের ইফতার সামগ্রী বিতরন করেন।যখনই খবর পেয়েছেন নগর দক্ষিণ জনপদের প্রতিটি অলিগলিতে তিনি ছুটে বেড়িয়েছেন খাদ্যসামগ্রী নিয়ে ডোর টু ডোর।সর্বক্ষণ তদারকি করেছেন খেটে খাওয়া একটা সাধারন মানুষেরও যেন না খেয়ে থাকতে হয় দিনরাত পরিশ্রম করেগেছেন এই করোনাযোদ্ধা।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে দোয়া মাহফিলে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ থানা,ওয়ার্ড,ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply