একাত্তরের মুক্তিযোদ্ধা’র চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ দেশবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে পুরাতন জরাজীর্ণ মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় উজ্জীবিত হয়ে নতুন অঙ্গীকারে জীবন নির্বাহের আহ্বান জানিয়েছেন।
বাংলা নববর্ষ-১৪২৬ সূচনালগ্নে এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য বীর্য ত্যাগ ও বীরত্বে অর্জিত দেশে আজ মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধাদের দৌরাত্বে মর্যাদাহীনই শুধু নয়, রাজনৈতিক শঠতা ও দেউলিয়াপনার কারণে ইতিহাস নির্মাতা বীরদের সিংহভাগ আর্থসামাজিক ক্ষেত্রে মানবেতর জীবন যাপন করছে। এ-অবস্থার অবসানকল্পে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জনগণ বিশেষ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন ও বীর মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে এককেন্দ্রিক একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
আবীর আহাদ বলেন, এ-কারণেই আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা’র ব্যানারে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন যাবত সংগ্রাম করে আসছি। আমাদের এ-প্রয়াসের প্রেক্ষিতে সরকার মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ করার যে অভিযান পরিচালনা করছে তাতে আমরা কিছুটা আশাবাদী হলেও সরকারের প্রক্রিয়াগত প্রচেষ্টায় আস্থা রাখতে পারছি না। আমরা চাই, একটি উচ্চপর্যায়ের মুক্তিযোদ্ধা তদন্ত কমিশন গঠন করে একটি সমন্বিত নীতিমালায় বিশেষ করে বঙ্গবন্ধুর বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে বিষয়টি চিরকালের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করা হোক। এবং জাতীয় বীরের মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নত জীবন নিশ্চিত করা হোক। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি যদি দেশের স্বাধীনতা আনায়নকারী মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করে তাহলে দেশ উন্নত হচ্ছে—-এটা বলা যায় না। পাশাপাশি মুক্তিযুদ্ধের রক্তস্নাত দেশে যে অপ্রতিরোধ্য গতিতে একটি দুর্নীতিবাজ লুটেরাচক্র দেশকে কুক্ষিগত করে ফেলেছে, তাতে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা আশাবাদী যে, যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু-কন্যার হাতে দেশ পরিচালিত হচ্ছে, সেহেতু তিনি সাহসিকতার সঙ্গে সব বাধাবিঘ্ন পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে দেশকে পরিচালিত করতে সক্ষম হবেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply