নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পাশবিক নির্যাতন ও দেশব্যাপী অব্যহত নারী ধর্ষণের প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবীতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নারী উন্নয়ন ফোরাম।
এসময় সংগঠনের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা মর্জিনা বেগম, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আসিয়া বেগম মৌসুমি ও সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম ও পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা মানববন্ধনে দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply