স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার(১০ নভেম্বর)সকাল ৯:০০ ঘটিকায় রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন ১৯৮৭ সালের এইদিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক,গনতন্ত্র মুক্তি পাক’ লেখা শ্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নুর হোসেন।মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট(বর্তমান নুর হোসেন চত্বর)এলাকায় পৌছালে পুলিশ গুলি চালায়,এতে গুলিবিদ্ধ হয়ে নুর হোসেন শহীদ হন।নুর হোসেনের বুকে-পিঠে লেখা শ্লোগান আজও সবাইকে স্বৈরাচার সহ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি ও অনুপ্রেরণা যোগায়।আজকের এই দিনে শহীদ নুর হোসেনের রুহের মাগফেরাত কামনা করছি।
এসময় নগর দক্ষিণ,থানা ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply