বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
“পরিচ্ছন্ন রাজনীতি যুবলীগের প্রতিশ্রুতি” এ স্লোগানকে সামনে রেখে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। এ ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার থানা রোড সংলগ্ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে কেক কেটে দোয়ার মাধ্যমে এ দিনটি পালন করেন।
এসময় যুবলীগ আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিঃ এম এম মোশাররফ হোসেন (মুশামিয়া) সাধারণ সম্পাদকঃ শাহজাহান মৃধাহ পিকুল, ভাইস চেয়ারম্যানঃ সৈয়দ রাসেল রেজা,আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়কঃ চৌধুরী রায়হান (রকি) জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্যঃ আশিকুর রহমান আশিক,
সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মিরা এসময় বক্তারা লড়াই সংগ্রামে যুবলীগের বিভিন্ন দক্ষতার কথা তুলে ধরেন, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে তৃনমুলের যুবলীগকে সক্রিয় থেকে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী রাখা সহ পরিচ্ছন্ন রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার বিশেষ ভাবে অনুরোধ করেন।
মহব্বত জান চৌধুরী
১১.১১.২০২০
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply