“এসো হে বৈশাখ এসো হে” ভোরের আলো ফোটার সাথে সাথে কাশিয়ানী উপজেলা চত্বরে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠানমালায় যোগ দেন কাশিয়ানী উপজেলার সর্বস্তরের লোকজন।
সকাল ছয়টা হতে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগম ঘটে। সবার আগমনে প্রান চঞ্চল হয়ে ওঠে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বর।
সকাল সাড়ে সাতটা হতে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য কাশিয়ানী উপজেলাবাসীর প্রতিবছরের নিয়মিত আয়োজন মঙ্গল শোভাযাত্রা।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.এস.এম. মাঈন উদ্দিন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর রহমান, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আনোয়ার হোসেন (আনু), কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান ফায়েক।
এছাড়াও বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে কাশিয়ানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শোভাযাত্রাটি কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
——–প্রসীদ কুমার দাস
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply