প্রতিনিধি কাশিয়ানী:- :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের স’মিল জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। তবে ছোট ভাই মাহমুদুল হক শরীফ এসব অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে ভূক্তভোগী শরীফ বোরহানুল হক গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার বরাশুর গ্রামের শরীফ বোরহানুল হক ভাটিয়াপাড়া বাজারে তাঁর পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে স’মিল করে দীর্ঘ ৩ বছর ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু তাঁর আপন ছোট ভাই মাহমুদুল হক শরীফ ও আরো কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক মিলটিতে তালা লাগিয়ে প্রায় ৬ মাস বন্ধ করে রাখেন। পরে বোরহানুল হক শরীফ গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে গত ৯ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম সরেজমিনে গিয়ে বাজার কমিটির লোকজন নিয়ে মিলটি খুলে দেন। গত ৫ নভেম্বর আবারও মাহমুদুল হক জোরপূর্বক স’মিলের ভিতরে মেশিনের ওপর স্তুপ করে ইট ফেলে মিলটি দখল করে রেখেছেন।
শরীফ বোরহানুল হক অভিযোগ করে বলেন, আমার আপন ছোট ভাই শরীফ মাহমুদুল হক জোরপূর্বক আমার মিলের মেশিনের ওপর স্তুপ করে ইট ফেলে মিল বন্ধ করে রেখেছে। আমি ইট সরাতে গেলে লোকজন নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। আমি প্রাণভয়ে ইট সরিয়ে মিলটি চালু করতে পারছি না। মিলটি বন্ধ থাকায় আমি আর্থিকভাবে চরম চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে মাহমুদুল হক শরীফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জায়গা দখল করে বোরহানুল হক শরীফ মিল করেছে। আমি আমার জায়গায় স্থাপনা নির্মাণের জন্য ইট এনে ফেলে রেখেছি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply