গৌরাঙ্গ লাল দাস,ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে
বরণ করে নেয়া হয়েছে। রবিবার সকালে শিল্পকলা একাডেমি ও উদীচীর আয়োজনে
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই স্লোগানকে সামনে রেখে একটি মঙ্গল
শোভাযাত্রা শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বাংলা নতুন বছর বরণে তারা বিভিন্ন
ধরনের প্লেকার্ড, ব্যানার নিয়ে বাঙ্গালীর বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে মঙ্গল
শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম
মাহফুজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া,
পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, ওসি কামরুল ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, দেবদুলাল বসু পল্টু, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply