প্রবীর ভৌমিক শান্ত :
নবীনগর পৌর এলাকার ভোলাচং সাহাপাড়ার প্রাচীন মন্দিরে বুধবার চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মুর্তিসহ চোরাইকৃত মালামাল বৃহস্পতিবার উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে দুই দফায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ভোলাচং এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে নাছির(২২), মৃত আব্দুল মালেকের ছেলে রইছ মিয়া(৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২২), জামিল মিয়ার ছেলে রিদয় (১৫) ও নারায়নপুরের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন(৩৫)কে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নিকট হতে পুলিশ চুরি হওয়া আটটি পিতলের মূর্তিসহ সকল মালামাল উদ্ধার করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply