নবীন লীগের পক্ষ থেকে লুৎফুর রহমান সুইটের বিবৃতিঃ
বাংলাদেশ আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি লুৎফুর রহমান সুইটের বিরুদ্ধে মিথ্যাচার ও উদ্দেশ্যমুলকভাবে হয়রানিকর সংবাদ প্রকাশ করায় তিনি তার লিখিত বিবৃতি দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন । দলীয় নেতাকর্মীদের অসৎ উদ্দেশ্যকে বাধা দেয়ার কারনে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে জানান তিনি। তিনি তার বিবৃতিতে জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ‘ বাংলাদেশ আওয়ামী নবীন লীগ’ নামের সংগঠনটি তিল তিল গড়ে তুলেছি। প্রবাস জীবনের কষ্টার্জিত টাকা দলীয় কাজে ব্যাবহার করেছি যা আমার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরাও জানেন। সম্প্রতি আমি দেশে এসে বিভিন্ন জেলায় জেলায় সম্মেলনসহ বিভিন্ন সভা সেমিনার করেছি।এরই মধ্যে আমার বিশ্বস্ত সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শাকিল এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কানে আসতে শুরু করে। সম্মেলনসহ শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সেমিনারের নাম ভাঙিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করে।সকল অভিযোগের সত্যতা পেলে শরিফুল ইসলাম শাকিলসহ তার সহযোগীদের বহিঃষ্কার করি। এরই মধ্যে আমি প্রধানমন্ত্রীর গণভবনে দলীয় পোর্টফলিও জমা দিয়েছি। নবীন লীগের আগামী দিন আরো বেশী সম্ভাবনাময় দেখে শরিফুল ইসলাম শাকিল ও তার সহযোগীরা নড়ে চড়ে বসে এবং ঈর্ষান্বিত হয়। এরপর থেকে শুরু করে আমার নামে বিভিন্ন মিথ্যাচার। ‘জাগ্রত জনতা’ নামীয় একটি অনলাইন নিউজ পোর্টালে ‘অর্থ আত্মসাৎ এর অভিযোগে বাংলাদেশ আওয়ামী নবীনলীগের সভাপতিকে বহিষ্কার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করায়। নিজেকে নবীন লীগের সভাপতি দাবি করে শরিফুল ইসলাম শাকিল সংবাদটি প্রকাশ করায়।
সভাপতি দাবি করার ঘটনাটি রীতিমত হাস্যকর।
সংবাদে শরিফুল ইসলাম শাকিল এর বক্তব্য হুবহু তুলে ধরা হলো: ‘ নবীনলীগের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শাকিল জানায় , লুৎফুর রহমান সুইট দলের নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় অর্থ আত্মসাৎ করেছে তার সকল প্রমাণ এবং তথ্য আছে আমাদের কাছে। তাই আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করলাম।’ একজন বহিঃষ্কৃত শরিফুল ইসলাম শাকিল কি করে আমাকে অবাঞ্চিত ঘোষণা করে তা নিয়ে সচেতন মহলে কাণাঘোষা চলছে এবং সারদেশে নবীন লীগের নেতৃবৃন্দের মাঝে দ্বিধাগ্রস্থ দেখা দিয়েছে । তার সকল বক্তব্য শুধু মিথ্যাই না বরং ভিত্তিহীন এবং বাস্তবতাহীন। অপরদিকে শাকিলের সহযোগী ছোট রফিক নিজেকে একজন ফেরেস্তা হিসেবে নিজেকে জাহিরি করেছে। সে উল্লেখ করেছে যে, ‘সুইট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাক্ষর জাল করে নিজেই কমিটি ঘোষনা করেছে ।’ আজগবী এবং গায়েবীভাবে ছোট রফিক হয়তো স্বাক্ষর জাল করার কথা বলেছে। আসল ঘটনা হলো শাকিল ও ছোট রফিককে নতুন কমিটিতে জায়গা না দেয়ার কারনে হিতাহীত জ্ঞান হারিয়ে এ ধরনের মিথ্যা প্রলাপ বকছেন। ‘জাগ্রত জনতা’ প্রতিবেদক ও সম্পাদকের উদ্দেশ্যে অতি বিনয়ের সাথে বলছি আপনার সংবাদ প্রকাশের ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা করেছেন। যা এই জাতির জন্য লজ্জাজনক। শুধু টাকার জন্য উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ রইল। সংবাদ প্রকাশের নীতিমালা না মেনে আমাকে আত্মপক্ষ ব্যাক্ত করার সুযোগ না দিয়ে কি করে সংবাদ পরিবেশন করে তা বোধগম্য নয়। এক পক্ষের বক্তব্য অনুযায়ী সংবাদ প্রকাশ করা কোন সাংবাদিক ও সম্পাদকের নীতির মধ্যে পড়ে না।এ দিকে ‘ডিএএন নিউজ ২৪.কম’ অনলাইন পোর্টালে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল জালিয়াতির অভিযোগ লুৎফুর রহমান সুইটের বিরুদ্ধে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন ‘ সংবাদ প্রকাশ করা হয়েছে। এখানেও প্রতিবেদক ও সম্পাদক আত্মপক্ষ ব্যাক্ত করার সুযোগ না দিয়েই উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করেছেন। এই নিউজ পোর্টালের প্রতিবেদক অবশ্যই ঘটনাস্থলে না গিয়েই তুচ্ছমুল্য গ্রহন করে সংবাদটি প্রকাশ করেছেন। কি করে একটি কার্যালয়ে কোন ব্যানার বাদে সংবাদ সম্মেলন হয় তা প্রশ্নবিদ্ধ। প্রতিবেদক ও সম্পাদককে অনুরোধ করে জানাই, আগামীতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত এবং গঠনমূলক সংবাদ প্রকাশ করবেন। আপনারা এই জাতির বিবেক। তুচ্ছ মুল্য নিজেদের বিক্রি করে দিবেন না। শরিফুল ইসলাম শাকিল ও ছোট রফিক কোন নবীন লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো ? প্রশ্ন রইলো। দল থেকে বহিঃষ্কার করার পর যেখানে সেখানে বসে সংবাদ সম্মেলন করে একটা নিউজ করলেই কি তা সংবাদ সম্মেলন হয়? আগামীতে নবীন লীগের নাম ভাঙিয়ে কোন অনুষ্ঠান সভা সেমিনার করলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
লুৎফুর রহমান সুইট, প্রতিষ্টাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী নবীন লীগ সাংগঠনিক সম্পাদক, নিউইয়ার্ক মহানগর আওয়ামীলীগ
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply