গত ০৬/১২/২০২০ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুর রহমান সুইট ও কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মাদ নুরে আলম উসমানী স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়েছে যে বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কেন্দ্রিয় কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি, আদর্শ ও শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ও দলীয় গঠনতন্ত্রের বিরোধী শৃংখলা ভঙ্গের দ্বায়ে
১) কার্যনির্বাহী কমিটি সহ সভাপতি মো শরিফুল ইসলাম শাকিল, ২) সুনামগঞ্জ জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি তানভির আহমেদ জনি, ৩) কাতার জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি আলী আশরাফ তারা, ৪) পিরোজপুর জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি মার্জিয়া মিমিয়া মিম, ৫) মৌলভীবাজার জেলা আওয়ামী নবীন লীগের সহ সভাপতি এমদাদ সুমন এহসান, ৬)জামালপুর জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি সুজন আহমেদ কে দল থেকে স্থায়ী বহিস্কার করা হইলো আগামিতে এরা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন ওর সাথে যুক্ত বা জড়িত অথবা দলীয় পদ পদবী ব্যাবহার করতে না পারে সেই দৃস্টি আকর্শন করছি
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply