নিজস্ব প্রতিবেদক:
আজ(১৪ডিসেম্বর)
সোমবার সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সকাল ১০ টায় রায়ের বাজার বধ্যভূমি শহীদ বেদীতে শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
মুক্তিযুদ্ধের শেষলগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরনে বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনের মধ্যে যখন তার ভাস্কর্য স্হাপনের বিরোধিতা হয় ইসলামী দলগুলোর পক্ষ থেকে,তখন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রামের কথা নতুন করে সামনে এসেছে।
এদেশের স্বাধীনতা বিরোধী দের সহযোগিতায় মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকান্ডকে স্বাধীনতার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন একাত্তরের ১৪ ডিসেম্বর যারা বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশুন্য করতে চেয়েছিল,তারাই পরবর্তীতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে হত্যা,ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে।তারা স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসকে বিকৃত করে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দেয়।সাম্প্রদায়িকতাকে উষ্কে দিয়ে পাকি প্রেতাত্মারা দেশে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করতে চায়।এহেন সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ রাজপথে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply