নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস।বিজয়ের ৪৯তম বার্ষিকী।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
আজ(১৬ ডিসেম্বর)বুধবার সকাল ১০ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
১৬ ডিসেম্বর মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়।যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে।বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে।
এসময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন যাদের প্রাণের বিনিময়ে আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি,পেয়েছি স্বাধীন দেশ, সেই শহীদদের স্বপ্ন পূরনে আমাদের কাজ করতে হবে।তাদের আত্মার শান্তির জন্য আমাদের কাজ করতে হবে।দেশকে ভালবেসে,দেশের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জাতির কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা সচল থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নয়নের শীর্ষে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply