প্রতিনিধি কাশিয়ানী :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা এসব কর্মসূচী পালন করছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভাটিয়াপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। এরপর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরেরমানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ও মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর কাশিয়ানীতে মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও এর তিনদিন পর ১৯ ডিসেম্বর কয়েক দফা যুদ্ধে ১০২ জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে মুক্ত হয় গোপালগঞ্জের কাশিযানী উপজেলার ভাটিয়াপাড়া।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply