ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজারে নিজস্ব সম্পত্তি থেকে দোকানঘর উচ্ছেদ করা হয়েছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদের স্ত্রী মাহফুজা বেগম।
মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী দাবী করেন, স্বামী ফিরোজ আহমেদের রেখে যাওয়া বাজারের ৪১ নং মৌজার চার শতাংশ জমিতে দোকানঘর ভাড়া এতিম সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছিলেন তিনি।
ওই জমির মধ্যে ০২ শতাংশ সম্প্রতি ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হলে ২০১৬ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা হয় রেকর্ড সংশোধনের জন্যে। কিন্তু মামলা চলমান অবস্থায় গত ২০ ডিসেম্বর উপজেলা ভুমি কর্মকর্তা দোকানপাট উচ্ছেদ করেন।
এঘটনায় ন্যায় বিচার পেতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply