নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ(১০ জানুয়ারি) রবিবার সকাল ৯ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
এসময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর আক্রমণ শুরু করার পরই ধানমন্ডির বাড়ি থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে বন্দী ছিলেন।
১৯৭২ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,বাঙালির আরাধনার স্বপ্ন পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন। আজকের এই দিনে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply