প্রতিনিধি কাশিয়ানী:-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে খাগড়াবাড়িয়া মধ্যপাড়া প্রবাসীদের সৌজন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল করিম সেলিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুন্সী আবুল বাশারের পক্ষে এলাকার বিভিন্ন জায়গায় টঙানো হয়। কিন্তু বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছেড়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রাতের আঁধারে কে বা কারা যেনো ছিঁড়ে ফেলেছে সেই ব্যানার। এ নিয়ে এলাকার মানুষের মাঝে চলছে সমালোচনা।
বিষয়টি শুনে তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।
৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুন্সী আবুল বাশার বলেন, আমি উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। খাগড়াবাড়িয়া মধ্যপাড়া প্রবাসী ভাইয়েদের সৌজন্যে এলাকার বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল করিম সেলিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়। রবিবার ১৭ জানুয়ারি দিবাগত রাতের কে বা কারা যেনো ছিঁড়ে ফেলেছে সেই ব্যানার। যারা এই টাঙানো ব্যানার কাটা বা ছেঁড়ার মতো ঘটনা ঘটিয়েছে তারা জাতির পিতাকে অশ্রদ্ধা করেছে, অসম্মান করেছে।
এ ঘটনায় জিডি করা হবে এবং দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply