প্রতিনিধি কাশিয়ানী :
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে শেখ রাসেলের জীবনীসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার তিলছড়া সৈয়দুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সব উপকরণ বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সিকদার সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পিয়াল, ওসি মো. আজিজুর রহমান, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ মিনা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন প্রমুখ।
শিক্ষার্থীর অভিভাবক শেখ জাহিদুর রহমান জাহিদ শেখ রাসেলের জীবনী বিষয়ক বই বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘শেখ রাসেলের স্মৃতির পাতায়’’ শিরোনামের বইটি পড়ে শিক্ষার্থীরা শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানতে পারবে। একইসঙ্গে শেখ রাসেলের আদর্শ ধারণ করতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই শেখ রাসেলের আদর্শ প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে পড়ুক।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply