কালের চাকা নিউজ ডেস্কঃ- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। কাশিয়ানী থানা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান কালের চাকাকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামসুন্নাহারের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শামসুন্নাহার তার স্বামী মো. আকরাম আলী শেখ ও অন্যদের সঙ্গে একটি প্রাইভেটকারে করে কাশিয়ানীর উপজেলার রামদিয়া বাজার এলাকায় যাচ্ছিলেন। এসময় তিলছড়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটির সামনের চাকা ফেঁটে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অপর চারজন আহত হন।
তিনি আরো জানান, আহতদের দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply