ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ১১ ধারা মোতাবেক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে সংগঠনটির সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নাকে সভাপতি ও মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এবিষয়ে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না ‘বার্তাবাজার’কে জানান, আমাদের সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে, ‘আমাদের আলফাডাঙ্গা উপজেলার অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করা।’
প্রসঙ্গত, গত ২০২০ সালের ২৭ মে সংগঠনটি ২১ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করার মাধ্যমে যাত্রা শুরু করে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply