প্রতিনিধি কাশিয়ানী :
নির্বাচনী তফসিল ঘোষণার আগেই জমে উঠেছে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খায়েরুজ্জামান খায়েরের পক্ষে বের হয় বিশাল এক শো-ডাউন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামদিয়া হাটের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে কয়েক শ’ লোকের উপস্থিতিতে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, বিশিষ্ট শিল্পপতি সবুজ মিয়া, ইউপি সদস্য আরোজ আলী মোল্যা, মোরাদ মোল্যা, নির্মল মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া মিয়া, ছাত্রলীগের সভাপতি রাব্বি মিয়া, তরিকুল মিয়া, লিপন শেখ প্রমুখ।
মো. খায়রুজ্জামান খায়ের ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে বলেন, বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply